কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটের সব স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধের ঘোষণা

বণিক বার্তা সিলেট জেলা প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪

সিলেট বিভাগের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আগামীকাল থেকে পাথর এবং চুনাপাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা। আমদানি শুল্ক ও কাস্টমস ডিউটি বৃদ্ধির প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতকাল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু এ তথ্য জানিয়েছেন। এর আগে একই ইস্যুতে গত বছরের ১৬ আগস্ট থেকে পাঁচদিন পাথর ও কয়লা আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা। 


তামাবিল ও শেওলা স্থলবন্দর ছাড়াও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের বাগলি, বড়ছড়া ও চারাগাঁও এবং ছাতকের ইছামতি ও চেলা স্টেশন দিয়ে মূলত চুনাপাথর ও বোল্ডার আমদানি করা হয়। সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় মূলত পাথর আমদানিকে কেন্দ্র করেই সচল থাকে এ অঞ্চলের বন্দর ও শুল্ক স্টেশনগুলো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও