মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশ এ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাতে কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটেছে।
রাত ২টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গারা। এসময় পর্যন্ত অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে বলে ধারণা তাদের। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।