একনজরে ১৯৯১-২০২৪ সংসদ নির্বাচন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সাতটি সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে চারটি জাতীয় সংসদ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছে। পঞ্চম জাতীয় সংসদ ৪ বছর ৮ মাস এবং ষষ্ঠ জাতীয় সংসদ মাত্র ১২ দিন স্থায়ী ছিল।
চলতি একাদশ জাতীয় সংসদ ২৯ জানুয়ারি পাঁচ বছর মেয়াদ শেষ করতে যাচ্ছে। ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও সংসদের মেয়াদকাল সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো-
একাদশ জাতীয় সংসদ নির্বাচন : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ হয়নি। এ আসনে ৩ জানুয়ারি ভোট নেওয়া হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচন : ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২টি দল অংশ নেয়। বিএনপিসহ বেশির ভাগ দল নির্বাচন বর্জন করে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে। নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন। বাকি ১৪৭টি আসনের ১৮ হাজার ২০৮টি ভোটকেন্দ্রে ভোট হয়।