গাজা এখন বসবাসের অযোগ্য: জাতিসংঘ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার তিন মাস পূরণ হলো আজ রোববার। গত ৭ অক্টোবর থেকে চলমান ধ্বংসযজ্ঞ ও রক্তক্ষয়ের জেরে উপত্যকাটি এখন ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ সংঘাতের সবচেয়ে বড় মূল্যটা দিতে হচ্ছে সেখানকার বেসামরিক বাসিন্দাদের।
ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবারের তীব্র সংকটে দেখা দিয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি। ছড়িয়ে পড়ছে রোগবালাই। এতে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হতে পারে আশঙ্কা জাতিসংঘের। সব মিলিয়ে জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস গতকাল শুক্রবার বলেছেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’।