১২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটার

প্রথম আলো প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ২১:১৩

২০২৩-২৪ রঞ্জি ট্রফির নতুন মৌসুমের শুরুতে পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছেন। রঞ্জির দল বিহারের এটি ঘরের মাঠও। গতকাল এ মাঠেই মুম্বাইয়ের মুখোমুখি হয়েছে বিহার। আর সে ম্যাচেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কথা আজ জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো। এ ম্যাচে শুধু অনাকাঙ্ক্ষিত ওই ঘটনাই যে ঘটেছে, তা নয়। এই ম্যাচে বিহার দলের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছে বৈভব সূর্যবংশী।


আগে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা জানানো যাক। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) থেকে নিষিদ্ধ হওয়া সাবেক সেক্রেটারি অমিত কুমার এই ম্যাচে নিজেই বিহারের একাদশ গঠন করেন। ওদিকে বিহারের পক্ষ থেকেও ‘অফিশিয়াল’ একাদশ বানানো হয়। কাগজ-কলমে একাদশ দুটি হলেও শেষ পর্যন্ত মাঠে নেমেছে বিহারের অফিশিয়াল একাদশই। ক্ষোভ দমাতে না পেরে স্টেডিয়ামের বাইরের গেটে এক অফিশিয়ালের ওপর অমিত কুমারের চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বলেও জানিয়েছে ক্রিকইনফো। গতকাল বিকালে বিসিএ-এর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘বিসিএর ওএসডি মনোজ কুমারের প্রাণনাশের লক্ষ্যে তার ওপর আক্রমণ করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও