চট্টগ্রাম থেকে তিন ট্রেনের যাত্রা বাতিল

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ২১:০৯

নিরাপত্তাঝুঁকির কারণে চট্টগ্রাম স্টেশন থেকে আজ শনিবার তিনটি লোকাল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তবে আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার পর আজ ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়। এগুলো হচ্ছে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, ময়মনসিংহগামী নাছিরাবাদ এক্সপ্রেস ও নাজিরহাটগামী নাজিরহাট লোকাল। আগামীকাল রোববার এই তিনটি ট্রেনের পাশাপাশি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসও চলবে না।


চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তথ্য অনুযায়ী, কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ১০টায়, নাছিরাবাদ এক্সপ্রেস বেলা ৩টায় এবং নাজিরহাট লোকাল বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। এসব ট্রেনে করে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ১ হাজার যাত্রী যাতায়াত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও