কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতের দিনেও জানালা খোলা রাখবেন কেন

দেশ রূপান্তর প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩

পুরোদস্তুর চলছে শীতের মৌসুম। চারদিকে এখন কুয়াশাচ্ছন্ন থাকে। রোদের দেখা মিললেও ঠান্ডা বাতাস ছড়াচ্ছে সারাক্ষণ। তবে বাড়ির জানালা-দরজা বন্ধ করে ঠান্ডা বাতাস ঠেকানো গেলেও শীতে স্বাভাবিকভাবেই ঘরের ভেতরে থাকে কনকনে ঠান্ডা।


আর তাই শীতের মধ্যে জানালা একদমই খোলা হয়না বললেই চলে। বাইরের ঠান্ডা বাতাস থেকে বাঁচতে জানালা বন্ধ রাখলেও, সব সময়ের জন্য জানালা বন্ধ রাখা কিন্তু উচিত নয়। এতে করে ঘরে গুমোট একটা ভাব তৈরি হয়।


আর তাই দিনের বেলায় কিছুক্ষণ জানালা খোলা রাখুন। প্রকৃতির বিশুদ্ধ হাওয়া ঢুকতে দিন আপনার অন্দরে।


চাই পরিশুদ্ধতা
নিঃশ্বাসের সঙ্গে যেমন বেরিয়ে আসে কার্বন ডাই–অক্সাইড, তেমনি রান্নাবান্নায় ব্যবহৃত জ্বালানি থেকেও এমন রাসায়নিক তৈরি হয়, যা ঘরের ভেতরের বাতাস দূষিত করে তোলে। বাসায় ব্যবহৃত আরও নানান উপকরণের কারণে বাতাস বিশুদ্ধতা হারায়। আর তাই ঘরের ভেতরের বাতাস শুদ্ধ করতে চাইলে দিনের বেলায় কিছুক্ষণ ঘরের সব জানালা খুলে দিন।


দুর্গন্ধ দূর করুন
সারাক্ষণ ঘর বন্ধ থাকলে ঘরের ভেতরের বাতাসেও উৎকট গন্ধ তৈরি হয়। অ্যাডজাস্ট ফ্যান বা কিচেনের চিমনির থাকলেও এগুলো দুর্গন্ধের সমাধান করতে পারেনা। রান্নাবান্না ছাড়াও বদ্ধ ঘরে ভ্যাপসা দুর্গন্ধ হতে পারে। তাই মাঝে মাঝে জানালা খুলে দিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও