ভোট বর্জনে হরতালের আগে মিছিল-সংঘর্ষ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০৩
আগামীকাল ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বানে পূর্বঘোষণা অনুযায়ী বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে আজ শনিবার। হরতালের সমর্থনে গতকাল শুক্রবার রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল, মশাল মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় কুমিল্লায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে এবং সিলেটে পুলিশ তাঁদের ধাওয়া করে। এসব ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে বিএনপির ১৫ নেতা-কর্মীকে।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতালের ঘোষণা দেন। শনিবার সকাল ৬টায় শুরু হয়ে আগামীকাল ভোটের দিন এবং পরের দিন সোমবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল চলবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাসহ আরও বেশ কয়েকটি দলও এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।