নতুন সরকার কি পারবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে?
রাত পোহালেই সংসদ নির্বাচন। ভীষণ শীতে সারা দেশ আক্রান্ত। শীতকালে আমাদের জীবন হয়ে পড়ে কিছুটা স্থবির। রোগ-শোক বৃদ্ধি পায়। মানুষের কাজকর্মের গতি রোধ হয়। আমরা কিছুটা ‘সচল’ থাকার জন্য গান-বাজনা, উৎসব অনুষ্ঠান, মেলা, কীর্তন ইত্যাদির ব্যবস্থা করি। চাঙা থাকার চেষ্টা করি। দেশের বিভিন্ন অঞ্চলে যথারীতি এসব চলছে। সবে কৃষক আমন ঘরে তুলেছেন, বোরো লাগিয়েছেন। পাট উঠছে। সবজি, শাক ইত্যাদির ফলন প্রচুর। শীতের মাছ বাজারে উঠতে শুরু করেছে। গোল আলু অকাল বৃষ্টিতে নষ্ট হয়েছিল। নষ্ট হয়েছিল রবিশস্য, সরিষা, কলাই ইত্যাদি ফসল। কৃষক আবার এসব সবজি লাগিয়েছেন। এসব কাজ চলছে, সেই সঙ্গে এবার যোগ হয়েছে জাতীয় নির্বাচনের ধুমধাম। ঢাকা শহরের ব্যবসায় মন্দা। আমার কলার দোকানদার দোকান বন্ধ করে এলাকায় চলে গেছে নির্বাচনের কাজ করতে, ঘর তুলতে।
দোকানদার, মাছওয়ালা, সবজিওয়ালা-সবাই বলছে, ঢাকা আস্তে আস্তে শূন্য হতে চলছে। সবাই ঢাকা ছেড়ে ‘দেশে’ যাচ্ছে। আত্মীয়স্বজন নির্বাচনে আছে। যদিও একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি, তবু প্রচারণা কিছু কম দেখা যায়নি। সরকারি দলের প্রচারণা বেশ ভালোই চলেছে। হোটেল-রেস্তোরাঁর ব্যবসা ভালো জমে উঠেছিল। সকাল বেলা নাশতা, দুপুরের খাবার দলীয় কর্মীরা যথারীতি পেয়েছে। কাগজ, কলম, কালি ইত্যাদির ব্যবসাও জমেছিল। গেঞ্জি ইত্যাদি পেয়েছে কর্মীরা। প্রার্থীর ছবিসহ গেঞ্জি কর্মীদের গায়ে দেখা গেছে। গ্রামে-গঞ্জে ‘ক্যাশ’ গেছে কর্মীদের খরচ মেটাতে। গ্রামের খাবারের ব্যবসা ভালো হয়েছে; কিন্তু ঢাকা শহরের ব্যবসায় মন্দা। সব ব্যবসায়ীর মুখেই এক কথা, এমনকি রিকশাওয়ালার ব্যবসাতেও মন্দা। শীত এর আরেকটা কারণ। মানুষ পারতপক্ষে ঘর থেকে বের হয় না।
আশা করা হচ্ছে, ভালোয় ভালোয় নির্বাচন হয়ে যাবে। ফলাফলও মোটামুটি বোঝা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে অচিরেই আমরা নতুন একটি সরকার পাব। মানুষের মনে এখন প্রশ্ন, কেমন হবে সেই নতুন মন্ত্রিসভা? পুরোনো ব্যবসায়ী-শিল্পপতির প্রাধান্য বজায় রেখেই কি মন্ত্রিসভা হবে, নাকি নতুন মুখে ভরে উঠবে? কারা হবেন অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী? এসবেই আমার ঔৎসুক্য বেশি। কারণ তারাই চালাবেন অর্থনীতি। বিগত পাঁচ বছর অর্থবিষয়ক, বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয়গুলো চলেছে অর্থনীতির উলটো দিকে। সুদনীতি, ডলারের স্থির মূল্য অর্থনীতিকে ফেলে দিয়েছে বিপদে। মূল্যস্ফীতি ছিল চরমে। নানা সংকটে নিমজ্জিত অর্থনীতি। এ প্রেক্ষাপটে নতুন মন্ত্রিসভা কি আমাদের আশার আলো দেখাবে? মন্ত্রীদের নাম শুনে মানুষ আশান্বিত হতে পারবে? একটা প্রশংসাযোগ্য, পরিচ্ছন্ন কেবিনেট কি আমরা পাব? এসব প্রশ্ন এখন জনমনে।
- ট্যাগ:
- মতামত
- নিয়ন্ত্রণ
- মূল্যস্ফীতি
- নতুন সরকার