গ্যাস সরবরাহ পেতে তীব্র প্রতিযোগিতায় মেঘনাঘাটের বড় তিন বিদ্যুৎ কেন্দ্র

বণিক বার্তা প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৯

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক প্রায় দুই হাজার মেগাওয়াট সক্ষমতার তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে সামিট, ইউনিক ও রিলায়েন্স গ্রুপ। প্রায় ছয় মাস আগে এসব বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হলেও এখন পর্যন্ত গ্যাস সরবরাহের অভাবে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেনি। গ্যাস সরবরাহ পেতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে এখন তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে বলে জ্বালানি খাতসংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে। 


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গত সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মেঘনাঘাটে গ্যাসভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাস সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  এ সময় বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া সামিট পাওয়ারের চেয়ার‌ম্যান মুহাম্মদ আজিজ খান নিজেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও