![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2023-10%2F98f6be22-e73a-4910-973a-297244d2d936%2Fmeta_reuters_191023_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
নতুন ‘লিংক হিস্ট্রি’ টুল প্রকাশ করল ফেইসবুক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৪৮
ফেইসবুক একটি নতুন টুল চালু করেছে যার মাধ্যমে নিজেদের ক্লিক করা বিভিন্ন লিংকের সন্ধান পাবেন ব্যবহারকারীরা।
নতুন এই ‘লিংক হিস্ট্রি’ টুল হলো বিভিন্ন ওয়েবসাইটের তালিকা যেখানে ব্যবহারকারীরা ফেইসবুকের মাধ্যমে গিয়েছেন। এই তালিকা একটি জায়গায় সংরক্ষণ করা হবে এবং ব্যবহারকারীরা আগে কোথায় ক্লিক করেছেন সেটা খুঁজে পাবেন সেখানে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে