ফাইভজি ও ৬জি প্রযুক্তিতেও দক্ষ কর্মীর ঘাটতি বাড়বে
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৪৭
ভারতের ক্রমবর্ধমান টেলিকম শিল্পে ফাইভজি ও ভবিষ্যতে ৬জি প্রযুক্তি জায়গা করে নেবে। এমনকি এ প্রযুক্তিতে নেতৃস্থানীয় অবস্থান তৈরিতে কাজও করছে দেশটি। প্রযুক্তির বিকাশের সঙ্গে দেশটি দক্ষ ও প্রতিভাবান কর্মী সংকটের মুখেও পড়তে যাচ্ছে। খবর ইটি টেলিকম।
ভারতের টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল (টিএসএসসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। আগামীতে টেলিকম খাতের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, অবকাঠামো, বিক্রয়, বিপণন, উৎপাদন, ইন্টারনেট অব থিংস বা আইওটিসহ ফাইভজির মতো উন্নত প্রযুক্তির ক্ষেত্রগুলোয় দক্ষ কর্মীর চাহিদা আরো বাড়বে বলে জানানো হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উন্নত প্রযুক্তি
- কর্মী সঙ্কট