‘কী একখান গান বানাইসে’ গানে মঞ্চ মাতালেন যশ-নুসরাত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩
‘বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া, কী একখান গান বানাইসে’, মঞ্চে তখন বাজছিল এমনই একটা গান। আর সেই গানেই নৈহাটি কলেজে গিয়ে জমিয়ে নাচলেন নুসরাত জাহান। এ সময় তার সঙ্গী ছিলেন যশ। ভাবছেন তো এটা আবার কী গান? কখনো তো শুনিনি। আর এমন ভাবা মাত্রই নিশ্চয় সার্চ করতে শুরু করেছেন? তাহলে খোলসা করেই বলা ভালো…।
আসলে ‘কী একখান গান বানাইসে’ গানটি যশ-নুসরাতের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘মেন্টাল’র। গানটি শুনেই নিশ্চয় বুঝেছেন এটি গেয়েছেন মিকা সিং ও ইমন চক্রবর্তী। গানটির গীতিকার রজত ও বাদল। সুর দিয়েছেন কেশব দে।
বুধবার (৩ জানুয়ারি) আর এই গানের সঙ্গে নৈহাটি কলেজে গিয়ে জমিয়ে নাচেন যশ-নুসরাত। মেন্টাল সিনেমার প্রচারেই সেখানে গিয়েছিলেন তারকা দম্পতি।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমার গান
- নুসরাত জাহান