সারের ভর্তুকি পরিশোধে ৩,০১৬ কোটি টাকার বন্ড
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭
টাকার অভাবে বিশেষ বন্ড ছেড়ে আপাতত সার কেনার কিছু দেনা পরিশোধ করছে সরকার। প্রথম দফায় গতকাল বৃহস্পতিবার সরকারের সঙ্গে দুই ব্যাংকের মোট ৩ হাজার ১৬ কোটি টাকার বন্ড ছাড়ার বহুপক্ষীয় চুক্তি হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের অনুকূলে রয়েছে ২ হাজার ৫৫৭ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৪৫৯ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ধাপে ধাপে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৪০টি ব্যাংকের অনুকূলে ২৬ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ছাড়বে সরকার। বন্ডের মাধ্যমে দেনা পরিশোধ হবে সার ও বিদ্যুৎ খাতের। বন্ডের কুপন রেট বা সুদহার হবে ৭ দশমিক ৭৫ শতাংশ। এ হার বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করা রেপো রেটের সমান।