কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচন-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ

যুগান্তর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৫

চলমান রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধসহ নানামুখী সমস্যায় বৈশ্বিক আর্থসামাজিক ব্যবস্থা প্রায় পর্যুদস্ত। ফলে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি এবং ডলার-জ্বালানি সংকটে জনজীবন ওষ্ঠাগত।


বিরাজমান এ বিশ্বমন্দা ও ডলার সংকট কেটে যাওয়ার আশাবাদ ব্যক্ত হলেও বাস্তবে তার প্রতিফলন দৃশ্যমান নয়। অধিকন্তু বিশ্ব রাজনীতি জটিল থেকে জটিলতর রূপ পরিগ্রহ করে চলেছে। এ সংকট খুব শিগ্গির দূরীভূত হওয়ার নয়। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসংকট বিদ্যমান ডলার সমস্যাকে আরও তীব্র ও দীর্ঘায়িত করছে।


বাংলাদেশেও ডলার সংকটের প্রভাবে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সুদের হার, পণ্য আমদানি-রপ্তানি, রাজস্বসহ কোনো সূচকেই সন্তোষজনক অবস্থান পরিলক্ষিত হচ্ছে না। নানা কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই দুর্বল হয়ে প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে ১ হাজার ৬৭৫ কোটি ডলারে এসে ঠেকেছে। দেশের মুদ্রাবাজারে চরম অস্থিরতায় ব্যাংকের বাইরে খোলাবাজারে ডলারের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য বৈদেশিক মুদ্রারও সংকট তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও