প্রসব-পরবর্তী বিষণ্নতা :‘সবার ওপর রাগ হতো, সব ভাঙচুর করতে ইচ্ছা করত’
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩২
নতুন মা রুকসানা প্রীতি। সন্তানের বয়স ১০ মাস। প্রসব-পরবর্তী বিষণ্নতা তাঁকে জেঁকে বসেছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল চাকরিতে ফেরা নিয়ে অনিশ্চয়তা। এখন কিছুটা সামলে উঠেছেন। সন্তানকে আরেকটু সময় দিয়ে শিগগিরই কাজে ফিরবেন বলেও মনস্থির করেছেন।
প্রীতি তাঁর প্রসব-পরবর্তী বিষণ্নতা নিয়ে বলেন, ‘ডেলিভারির ১০-১৫ দিন পর থেকেই আমার সমস্যা শুরু হয়। তখন বুঝতে পারতাম না এমন কেন হচ্ছে। আপু, ভাবি যাঁকেই বলি, তাঁরা সবাই জানান যে এটা স্বাভাবিক, ঠিক হয়ে যাবে। কিন্তু বাবু বড় হতে থাকে আর আমার সমস্যাও বাড়তে থাকে। খুব ছোট ছোট ব্যাপারে প্রচণ্ড রাগ হতো। আর এত বেশি রাগ হতো যে নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। সব ভাঙচুর করতে ইচ্ছা করত। মরে যেতেও ইচ্ছা করত। মনে হতো, আমি হতাশার অতল গহ্বরে পড়ে যাচ্ছি।’