প্রযুক্তির এই দিনে: ১ মেগাবিটের প্রথম মেমোরি চিপের ঘোষণা দেয় হিটাচি

প্রথম আলো প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১১:২৯

১ মেগাবিটের প্রথম মেমোরি চিপের ঘোষণা দেয় হিটাচি


১০ লাখ অক্ষর বা ১ মেগাবিট তথ্য ধারণ করতে পারে, পৃথিবীর প্রথম এমন মেমোরি চিপ তৈরি করার ঘোষণা দেয় জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান হিটাচি। সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় মেমোরি চিপের ধারণক্ষমতা ছিল ৬৪ কিলোবিট বা ৬৪ হাজার অক্ষর। কয়েকটি সেমিকন্ডাক্টর কোম্পানি ২৫৬ কিলোবিটের চিপ বাজারে ছেড়েছিল। সবাইকে ছাপিয়ে হিটাচি তৈরি করে ১ মেগাবিট, অর্থাৎ ১ হাজার কিলোবিট ধারণক্ষমতার মেমোরি চিপ। একটি সংবাদপত্রের সাড়ে ছয় পৃষ্ঠায় যত তথ্য ছাপা হয়, তা এই চিপে এঁটে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও