You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি সেই আয়ানের, শোকে পাথর বাবা

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে এসে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ভুলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঁচ বছরের শিশু আয়ান। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির। চিকিৎসা চলছে একই কোম্পানির গুলশান ইউনাইটেড হাসপাতালের লাইফ সাপোর্টে রেখে। এদিকে ছেলের এই করুণ অবস্থায় শোকে অনেকটাই পাথর হয়ে আছে আয়ানের বাবা শামীম আহমেদ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় আয়ানের বাবা শামীম আহমেদ এবং ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হকের। বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা পোস্টকে তারা নিশ্চিত করে।

শামীম আহমেদ বলেন, আজকে ৫ দিন হয়ে গেল, অথচ আয়ানের এখনও জ্ঞানই ফিরল না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও কোনো ডিক্লেয়ারেশন দিচ্ছে না। এভাবে কতোদিন চলবে তারাই ভালো জানে। ঘটনার পর থেকেই তাকে ফুল ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন