‘মন্ত্রীর দায়িত্ব মানুষের সুখ-দুঃখে থাকা, ১৫ বছর শাসনের নামে শোষণ হয়েছে’
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, 'আজকে আমি বলি, গত ১৫ বছর শাসনের নামে মানুষকে শোষণ করা হয়েছে। একজন মন্ত্রীর দায়িত্ব এলাকার মানুষের সুখ-দুঃখে থাকা। কিন্তু দুঃখের বিষয়, একজন মন্ত্রী সব এলাকায় একজন-দুজন করে সেটেল করেছেন। সব এলাকা থেকে দুয়েকজন করে এজেন্ট বের করে শাসনব্যবস্থা চালিয়েছেন।'
সম্প্রতি কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বান্নারা বাজারে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।
সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, '৫২ বছর দেশ স্বাধীন। কিন্তু মানুষ এখনও গরিব কেন? অলস-অযোগ্য নেতাদের কারণে তারা গরিব। আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ হন। নির্বাচনে আপনাদের সন্তান রেজাউল করিম রাসেলকে ভোট দিন।'