গাইবান্ধা-৫: সাঘাটার ইউএনও ও ওসিকে সরানোর নির্দেশ
আসন্ন সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে হাই কোর্ট।
পক্ষপাতের অভিযোগে এক প্রার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
রিটকারীর আইনজীবী এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ওই আসনে গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরও নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখতে বলা হয়েছে।
নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা বুবলী এই রিট আবেদন করেন । ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে।
২০২২ সালের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।