You have reached your daily news limit

Please log in to continue


২ ডলারের লটারি এনে দিল ১৬০ কোটি ডলার

যিনি লটারি জেতেন, তাঁকে স্বভাবতই ভাগ্যবান বলা হয়। তাই বলে ভাগ্য এতটাই সুপ্রসন্ন! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্যক্তি মাত্র ২ মার্কিন ডলারের (২২০ টাকা) টিকিট কিনে জিতে নিয়েছেন ১৬০ কোটি ডলার (১৭ হাজার ৬৯৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা)। গত বছরের ৮ আগস্ট এই লটারি ড্র হয়। ২৭ সেপ্টেম্বর সেই লটারির বিজয়ী হিসেবে এক ব্যক্তি নিজেকে দাবি করেন। তবে ফ্লোরিডার নিয়ম অনুযায়ী, বিজয়ীর নাম ৯০ দিন প্রকাশ করা হয় না।

ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ সম্প্রতি বিজয়ীর নাম প্রকাশ করেছে। পুরস্কারটি সল্টাইনস হোল্ডিং এলএলসির নামে দাবি করা হয়েছিল।

এই লটারির কুপন কেনা হয়েছিল জ্যাকসনভিলের পূর্বে নেপচুন সৈকতের এক মুদিদোকান থেকে। শুধু লটারি বিজয়ী ব্যক্তিই নন, বিক্রেতা মুদিদোকানিও এক লাখ ডলার বোনাস কমিশন পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন