You have reached your daily news limit

Please log in to continue


লন্ডন ব্রিজ যেভাবে আমেরিকায় গেল

যুক্তরাজ্যের টেমস নদীর ওপর দাঁড়িয়ে আছে বিখ্যাত লন্ডন ব্রিজ। এটা আমাদের মোটামুটি সবারই জানা। কিন্তু অনেকের হয়তো জানা নেই, লন্ডন ব্রিজ আছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও। এমনকি ওটা কোনো রেপ্লিকাও নয়। এটি কীভাবে সম্ভব? 

বিশ শতকের গোড়ার দিকে প্রকৌশলীরা আবিষ্কার করেন, লন্ডন ব্রিজের অবস্থা ভালো নয়। এটি নদীতে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখন লন্ডন ব্রিজের বয়স এক শ পেরোয়নি। লন্ডন শহরের ব্যস্ততম জায়গাও এটি। প্রতি ঘণ্টায় ৮ হাজার পথচারী ও ৯০০ যানবাহন এটি অতিক্রম করে। 

জরিপকারীরা দেখেন, সেতুটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে; যা বছরে ১ সেন্টিমিটারের এক-তৃতীয়াংশ। ১৯২৪ সালে যখন পরিমাপ করা হয়, তখন তাঁরা দেখতে পান, সেতুর পূর্ব দিকটি পশ্চিম দিক থেকে প্রায় ৯ সেন্টিমিটার নিচু হয়ে গেছে। তবে সিটি কাউন্সিলের সিদ্ধান্তে পৌঁছাতে পৌঁছাতে কেটে গেল আরও চার দশক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন