কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের এই রেকর্ড ভাঙবে কি কখনো

প্রথম আলো প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:১৩

‘এক-দুই-তিন-চার-অজস্র-অপার-’


অস্ট্রেলিয়ার মাটিতে টানা টেস্ট হারার সংখ্যাটাকে অজস্র-অপারই বানিয়ে ফেলেছে পাকিস্তান। বাংলাদেশ সময় আজ ভোরে শুরু সিডনি টেস্টেও হেরে গেলে অস্ট্রেলিয়ায় টানা ১৭তম টেস্ট হারের দেখা পেয়ে যাবে পাকিস্তানিরা।


প্রতিপক্ষের মাঠে টানা টেস্ট হারার রেকর্ড অবশ্য আরও আগেই হয়ে গেছে। যে রেকর্ড নিকট ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা নেই। রেকর্ডটি আদৌ ভাঙবে কি না, সেই প্রশ্নও আছে। প্রতিপক্ষের মাঠে টানা হারের রেকর্ডে পাকিস্তানের পরই যে দুটি দেশ, তার একটি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় খেলা ৮ টেস্টের ৮টিতেই বাংলাদেশ হেরেছে। অন্য দেশটি জিম্বাবুয়ে, শ্রীলঙ্কায় খেলা ৮টি টেস্টেই যারা মাঠ ছেড়েছে পরাজয়ের দুঃখ নিয়ে। সিডনিতে পাকিস্তান অস্ট্রেলিয়ায় হারের বৃত্ত থেকে যদি বেরিয়েও যায়, তারপরও বাংলাদেশ ও জিম্বাবুয়ের সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা খুব কমই। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ও জিম্বাবুয়ের শ্রীলঙ্কায় টেস্ট খেলার সুযোগই তো সীমিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও