এক বছরে ভারতের রিজার্ভ বেড়েছে ৫৮ বিলিয়ন ডলার
প্রথম আলো
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭
বিদায়ী ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়েছে ৫৮ বিলিয়ন ডলার। গত ২২ ডিসেম্বর যে সপ্তাহটি শেষ হয়েছে, সেই সপ্তাহেও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। সেই সপ্তাহে রিজার্ভ ৪ দশমিক ৪৭১ বিলিয়ন বেড়ে বৈদেশিক মুদ্রার মোট মজুত ৬২০ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এই মজুত গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ।
হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বৈদেশিক মুদ্রার মজুত ৫৪৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে এই সপ্তাহেই ১০২ মিলিয়ন বা ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যমানের সোনা মজুত কমেছে ভারতের।