ঈর্ষাপরায়ণতার তিন লক্ষণ
আপনার সাফল্যে কেউ খুশি হবে। আবার কারও মধ্যে হয়ত কোনো প্রভাবই ফেলবে না।
কাছের মানুষ আপনার ভালো খবরে যদি উচ্ছাস প্রকাশ না করে তবে মনে প্রশ্ন আসতেই পারে- সে কি ‘জেলাস’?
ঈর্ষাবোধ সাধারণত মনের গভীরের হতাশা থেকে জেগে ওঠে। তবে মনে রাখতে হবে হিংসা ও ঈর্ষা এক বিষয় না।
যেখান থেকে ঈর্ষাবোধের জন্ম হয়
হিংসা ও ঈর্ষা- সাধারণভাবে এক অর্থে ব্যবহার হলেও আসলে দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বন্ধুত্ব-বিষয়ক বিশেষজ্ঞ মার্কিন মনোবিদ ড্যানিয়েল জ্যাকসন বেয়ার্ড বলেন, “হিংসার সঙ্গে দুজন আর ঈর্ষা-বোধের সঙ্গে সাধারণত তৃতীয় কোনো বিষয় জড়িত থাকে।”
‘গিভ ইট এ রেস্ট: দি কজ ফর টাফ লাভ ফ্রেন্ডশিপ্স’ বইয়ের এই লেখক ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “বন্ধুর যা আছে সেটা পাওয়ার ইচ্ছে জাগা হল হিংসা। তবে আমার যা আছে সেটা যদি তৃতীয় কোনো ব্যক্তির কারণে হারানোর ভয় বা বিপদ অনুভব করি সেটা হল ঈর্ষা।”