![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/12/30/556dd39e5ee536b2fb82574fb6953f54-658ff1cd737f0.jpg)
১১.৮৩ সেকেন্ডে ২০০ বেলুন ফাটিয়ে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
নিজের ঝুলিতে ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশের। অভিনব সব রেকর্ড গড়তে ওস্তাদ তিনি। এবার কম সময়ে সবচেয়ে বেশি বেলুন ফাটানোর রেকর্ড গড়েছেন রাশ।
একটি আলপিন ব্যবহার করে মাত্র ১১ দশমিক ৮৩ সেকেন্ডে ২০০টি বেলুন ফাটান ডেভিড রাশ। মজার ঘটনা রেকর্ডটি আগে তাঁরই ছিল। তখন ১৪.৭৭ সেকেন্ডে বেলুনগুলিকে দেয়ালে একটি সারিতে সাজিয়ে এবং দৌড়ানোর সময় পেরেক দিয়ে ফাটিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে ১২.১ সেকেন্ডে জাপানের রেন নাগাসি ২০০টি বেলুন এভাবে ফাটিয়ে রাশের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদন থেকে।