আর্থিক কেলেঙ্কারির দায় নিয়ে বছর শেষ জাপানের প্রধানমন্ত্রীর

প্রথম আলো জাপান প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০

আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ জাপানের ক্ষমতাসীন উদার গণতান্ত্রিক দল এলডিপির জন্য নতুন কিছু নয়। স্বল্প সময়ের বিরতি দিয়ে ১৯৫৫ সাল থেকে প্রায় বিরতিহীনভাবে ক্ষমতায় থাকা দলটি অতীতেও নানা রকম আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিল। সে রকম অভিযোগের মুখে এর আগে দুইবার ক্ষমতা হারাতে হলেও রাষ্ট্র পরিচালনায় বিরোধীদের ব্যর্থতার মুখে ক্ষমতায় ফেরে দলটি। কিন্তু কেলেঙ্কারির ছাপ দলের নেতৃত্বের পেছনে যেন সব সময় লেগে থেকেছে।


এবারও যে এর ব্যতিক্রম ঘটেনি, সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া অর্থ সংগ্রহ নিয়ে ঘটনাবলি সেই প্রমাণ নিয়েই কেবল উপস্থিত হয়নি, একই সঙ্গে মন্ত্রিসভার শীর্ষ কয়েকজন সদস্যকেও কেলেঙ্কারির দায়ভার নিয়ে পদত্যাগ করতে হয়েছে। ফলে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে কিছুটা বেসামাল অবস্থার মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে। আর কেলেঙ্কারির পরিণতি শেষ পর্যন্ত কোন পথে গড়ায়, তা নিয়ে অনিশ্চয়তা এখনো বিরাজমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও