You have reached your daily news limit

Please log in to continue


অ্যান্ড্রয়েড ফোন থেকে নিরাপদে এসএমএস পাঠাবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের পাশাপাশি গুগলের মেসেজেস অ্যাপ ব্যবহার করেও এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে বার্তা পাঠানো যায়। এর ফলে প্রাপক ছাড়া অন্য কোনো ব্যক্তি বার্তায় থাকা তথ্য জানতে পারেন না। তবে অ্যান্ড্রয়েড ফোন থেকে এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে এসএমএস আদান-প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের ফোনে অবশ্যই মেসেজেস অ্যাপের আরসিএস বা রিচ কমিউনিকেশন সার্ভিসেস সুবিধা চালু থাকতে হবে।

অ্যান্ড্রয়েড ফোন থেকে নিরাপদে এসএমএস পাঠানোর জন্য প্রথমে মেসেজেস অ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল নাম বা ছবিতে ট্যাপ করতে হবে। এবার ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করে জেনারেল অপশন থেকে ‘আরসিএস চ্যাটস’ নির্বাচন করতে হবে। এরপর ‘টার্ন অন আরসিএস’–এ ট্যাপ করে নিচে থাকা ‘ভেরিফাই ইয়োর নম্বর’ অপশন নির্বাচনের পর নিজের মুঠোফোন নম্বর লিখতে হবে। এবার ফোনে আসা ওটিপি ব্যবহারের মাধ্যমে নম্বর যাচাই করলেই নম্বরের নিচে স্ট্যাটাস অপশনে কানেক্টেড বার্তা দেখা যাবে। এরপর আপনি যখনই এসএমএস পাঠান না কেন, সেগুলোতে ‘আরসিএস চ্যাট উইথ’ বার্তা দেখাবে মেসেজেস অ্যাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন