![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252F6cd464bb-5c1d-4734-b157-edf3bc8b16f8%252Fd9a246d2-3b7b-4a49-85ac-ca39e39fbc5e.jpg%3Frect%3D0%252C0%252C1484%252C835%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
বার্লিনে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ নিষিদ্ধ
নববর্ষের প্রাক্কালে জার্মানির বার্লিনে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। শহরটিতে ফিলিস্তিনপন্থী একাধিক সংগঠন ‘নো সেলিব্রেশন ডিউরিং জেনোসাইড’ (গণহত্যার সময় উদ্যাপন নয়) শিরোনামে এই সমাবেশের উদ্যোগ নিয়েছিল।
নিরাপত্তার কারণ দেখিয়ে এই সংহতি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জার্মানির ডের স্পিগেল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছর শুরুর প্রাক্কালে আগামীকাল রোববার রাত ১০টা থেকে এই আয়োজন শুরু হওয়ার কথা ছিল। বার্লিনের নয়েকোলন এলাকায় রিশার্ড স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরুর পরিকল্পনা করেছিলেন ফিলিস্তিনপন্থীরা। মধ্যরাতে মিছিল শেষ হওয়ার কথা ছিল হারম্যান স্কয়ারে গিয়ে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংহতি সমাবেশ