You have reached your daily news limit

Please log in to continue


আর্থিক সংকটে বাড়ছে সাবলেটের চাহিদা

করোনা মহামারির অভিঘাতে আয় কমেছিল বহু মানুষের। অনেকে বাধ্য হয়ে তখন ছেড়ে গিয়েছিলেন ঢাকা শহর। সে ধাক্কা কিছুটা সামলে ওঠার আগেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্বজুড়ে দেখা দেয় আকাশচুম্বী মূল্যস্ফীতি। এবারও এর ধাক্কা লেগেছে কম আয়ের মানুষের জীবনে। সংকট সামলাতে একেকজন একেক পথ বেছে নিচ্ছেন। এমন সময়ে শহরজুড়ে চোখে পড়ছে ‘সাবলেট’।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের একটি বড় অংশই এখন বেছে নিচ্ছেন সাবলেট। অনেকেই আবার পরিবার পাঠিয়ে দিচ্ছেন গ্রামে। অনেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে সাবলেট দিতে বিজ্ঞাপন দিচ্ছেন। চাকরিজীবীদের বরাদ্দ পাওয়া ফ্ল্যাটের ক্ষেত্রেও একই চিত্র চোখে পড়ছে। মূলত দ্রব্যমূল্যের বাড়তি চাপ সামাল দিতে সাবলেটের চাহিদা বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থাভাবে নগরে বসবাসকারীদের ‘কোয়ালিটি লাইফ’ কমে যাচ্ছে। এতে কমছে গড় আয়ু। এসব মানুষের স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তায় সরকারি ব্যবস্থাপনা জরুরি। একই সঙ্গে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। এটি না হলে অর্থনীতিতে নেতিবাচক ধারণা তৈরি হবে। দেশের বড় অংশ বেকার হবে, নষ্ট হবে কোটি কোটি শ্রমঘণ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন