বিয়ের ঋণ কমেছে, বেড়েছে শিক্ষায়

প্রথম আলো প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫

এখন বিয়ের ভরা মৌসুম। কারও বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আবার কারও বিয়ের আলোচনা চলছে। তবে বিয়ের আয়োজন একেবারে মুখের কথা নয়। এ জন্য মোটামুটি অর্থকড়ির প্রয়োজন। তাই বিয়ের সার্বিক খরচে টান পড়লে অনেকেই আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা ধার নেন। কেউ কেউ তা পান না। তাঁদেরই একটা অংশ ব্যাংকের দ্বারস্থ হন। কিন্তু এবার যাঁরা ঋণ নিয়ে বিয়ে করতে চান, তাঁদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ব্যাংক। কারণ, ভোক্তাঋণের আওতায় ব্যাংকগুলো আগে যেভাবে ঋণ দিত, এবার সেভাবে দিচ্ছে না। তারা বিয়েতে ঋণ দেওয়া কমিয়েছে। তারা এখন শিক্ষাঋণ দিতেই বেশি আগ্রহী।


তফসিলি ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের তৈরি হালনাগাদ প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের সব ব্যাংকে বিবাহঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৫১ কোটি ৩৯ লাখ, গত বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৪ কোটি ৭১ লাখ। গত এক বছরে এই খাতে ঋণ কমেছে ৩ কোটি ৩২ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও