পোস্টারে প্লাস্টিকের আবরণ: যে নিষেধাজ্ঞা কেউ মানে না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬

ভোটের পোস্টারে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হলেও শীতের মধ্যে শিশির থেকে বাঁচাতে সারা দেশেই নির্বাচনি পোস্টারে পলিথিনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে।


আর নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিয়েই খালাস। প্লাস্টিকে মোড়ানো পোস্টারের কারণে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো খবর এখনও মেলেনি। 


প্লাস্টিক মোড়া এসব পোস্টার পরিবেশের ক্ষতি করছে। এসব পোস্টার নিষ্কাশন নালায় গেলে সমস্যা আরও প্রকট হবে। সে কারণে পোস্টার ব্যবহারের ক্ষেত্রে আইনের আরও কঠোর প্রয়োগ চাইছেন বিশেষজ্ঞরা।


ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে অংশ নেওয়া প্রায় সব প্রার্থীর পোস্টারই প্লাস্টিকে মোড়ানো। তবে ঢাকায় আওয়ামী লীগের কয়েকজন প্রার্থীর পোস্টারে প্লাস্টিকের ব্যবহার কম দেখা গেছে।


সেগুনবাগিচা এলাকায় ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের যেসব পোস্টার সাঁটানো হয়েছে, সেগুলো প্লাস্টিকে মোড়া। একই আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ডা. এসএম সরওয়ারের পোস্টারও প্লাস্টিকে মোড়ানো। সেগুনবাগিচা এলাকায় ঝুলতে দেখা গেছে তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফের প্লাস্টিক মোড়ানো পোস্টার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও