কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের পরাজয়ে আম্পায়ারিংকে ধুয়ে দিলেন হাফিজ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:০৩

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে ‘এক ঢিলে দুই পাখি’ মারত পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ তখন হতো ১-১ সমতা। একই সঙ্গে তা পাকিস্তানের জন্য হতো অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে ১৯৯৫ সালের পর টেস্ট জয়। তবে শেষ পর্যন্ত জেতা হয়নি পাকিস্তানের। 


বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৩১৭ রানের লক্ষ্যে পাকিস্তানের স্কোর এক পর্যায়ে হয়ে যায় ৫ উইকেটে ১৬২ রান। তবু জয়ের সম্ভাবনা ভালোই ছিল পাকিস্তানের। আগা সালমান-মোহাম্মদ রিজওয়ান ষষ্ঠ উইকেটে গড়েন ৮৮ বলে ৫৭ রানের জুটি। রিজওয়ানের উইকেট নিয়ে জুটি ভেঙেছেন কামিন্স। এই রিজওয়ানের আউট নিয়েই যত বিতর্ক। ৬১ তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল করেন প্যাট কামিন্স। আম্পায়ার প্রথমে আউট না দেওয়ায় রিভিউ নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট ঘোষণা করেন। কেননা বল রিস্টব্যান্ড ঘেঁষে চলে যাওয়ায় আল্ট্রাএজে স্পাইক ধরা পড়ে। রিস্টব্যান্ডকেও ধরা হয়েছে গ্লাভসের অংশ। তাতে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে রিজওয়ানকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও