রোহিঙ্গাদের বহনকারী নৌকা ভিড়তে দেয়নি ইন্দোনেশিয়ার নৌবাহিনী
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বহন করে নিয়ে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে যাওয়া একটি নৌকাকে ভিড়তে দেয়নি দেশটির নৌবাহিনী।
গৃহযুদ্ধ ও সংকট জর্জরিত মিয়ানমার থেকে নৌকাযোগে পালিয়ে বহু সংখ্যক রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় গিয়ে আশ্রয় নিচ্ছে, কিন্তু স্থানীয়দের বিরোধিতা ও শত্রুতার মুখোমুখি হচ্ছে তারা।
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র নুগ্রাহা গুমিলার জানান, ওয়েহ দ্বীপের কাছে সাগরে কাঠের নৌকাটিকে আটকানো হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ নৌকাটির গতিরোধ করে সেটিকে দেশটির জলসীমা ছাড়তে বাধ্য করে, পরে ‘সেটি আর ফিরে আসেনি’।