বিদায়ী বছরে ভালো করেছে দেশের পর্যটন খাত

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বছরের শেষ প্রান্তিকে প্রতিকূলতা সত্ত্বেও বিদায়ী বছরে বাংলাদেশের সামগ্রিক পর্যটন শিল্প ভালো করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এর কারণ হিসেবে তারা বলছেন, তরুণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ায় মানুষের আত্মবিশ্বাস বেড়েছে।


সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশে পর্যটন খাত সবচেয়ে ভালো ব্যবসা করে। কারণ, এ সময়ে আবহাওয়া কিছুটা শীতল ও শুষ্ক থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে।


বছরের শেষ প্রান্তিকে কিছুটা প্রতিকূলতা সত্ত্বেও ২০২৩ সালে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে সর্বাধিক পর্যটক ভ্রমণ করেছেন, যা অভ্যন্তরীণ পর্যটনের প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে সিলেট ও কুয়াকাটায় প্রত্যাশিত সংখ্যক পর্যটক পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও