বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

প্রথম আলো প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫

হ্যালো, মাউন্ট মঙ্গানুই


এ সফরের আগে সীমিত ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে কোনো জয় ছিল না বাংলাদেশ। সর্বশেষ দুই ম্যাচে দুই সংস্করণেই তারা পেয়েছে ঐতিহাসিক জয়। এবার মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের সামনে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। সেই মাউন্ট মঙ্গানুই, যেখানে বাংলাদেশ পেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়—টেস্ট!


মাউন্ট মঙ্গানুই বলেই বাড়তি আশা?


বাংলাদেশ দলের অন্দরমহলেও নিশ্চয়ই এখন এমন আশার বুদবুদ। নেপিয়ারে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া জয়ের ধারা বজায় রেখে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে বাংলাদেশ। তিন দিনের ব্যবধানে নিউজিল্যান্ডকে তাদের আঙিনায় পরপর দুবার হারিয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে অতি আত্মবিশ্বাসেও ভাসছে না নাজমুল হোসেনের দল। উল্টো যথেষ্ট সাবধানীই বলতে হয় তাঁদের। ক্রিকেটাররা জানেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই তাদের বারবার উড়িয়ে দেওয়া যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও