হুতিদের ছোড়া জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের
প্রথম আলো
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৪
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের গতকাল বৃহস্পতিবার ছোড়া জাহাজবিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভাষ্য, লোহিত সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজ এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে।
লোহিত সাগর দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজে হুতিরা হামলা চালিয়ে আসছে। হুতিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা এ হামলা চালাচ্ছে।