শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১৪
শীত আসতেই গোসলে অনিয়ম করেন অনেকেই। বেশি ঠান্ডা পড়লে গোসল এড়িয়ে যান কেউ কেউ আবার সকালে বা রাতে যে কোনো সময়ই গোসল সেরে নেন অনেকেই। তবে শীতে কোন সময় করলে শরীর সুস্থ থাকবে তা কি জানেন?
এ বিষয়ে ভারতীয় চিকিৎসক ডা. আশিস মিত্র জানান, অনেকেই আছেন যারা শীত পড়তে না পড়তেই ১-২ দিন গোসল না করে কাটিয়ে দিচ্ছেন। আর এ ভুলের কারণেই শরীরে একাধিক জটিল সমস্যা দেখা দিতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গোসল
- গরম পানি
- ঠান্ডা পানি