বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪২

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার কথা দুই দলের। তবে এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ম্যাচ মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা আছে।


আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্তই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে আকশের অবস্থা কিছুটা ভালো।


দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এখনো মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে যথেষ্ট মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাছাড়া আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও