চট্টগ্রামে নৌকা-স্বতন্ত্রের লড়াইয়ে জমজমাট ৯টি আসন
চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থীদের জন্য ভোটের মাঠে চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়া দলের নেতারা। দুই পক্ষই বলছে, দলের নেতাকর্মীদের বেশিরভাগ তাদের পক্ষে।
কয়েকটি সংসদীয় এলাকায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলা এবং অভিযোগও করা হয়েছে।
তৃণমূলের এই রেষারেষি দীর্ঘমেয়াদে দলের জন্যই ক্ষতিকর হবে বলে মনে করছেন নেতাদের কেউ কেউ।
বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলতে আওয়ামী লীগ এবার যে কৌশল নিয়েছে, সেটি হলো নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে দলের কেউ প্রার্থী হতে চাইলে তাকে বাধা দেওয়া হয়নি। বরং প্রতিদ্বন্দ্বিতা করতে এক ধরনের উৎসাহও দেওয়া হয়েছে।