সৌদি থেকে ফেরার পথে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প শোনালেন গুয়ার্দিওলা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬
প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছিল না। সমালোচনাও ধেয়ে আসছিল চারদিক থেকে। তবে সবশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে দাপুটে জয়ে ম্যানচেস্টার সিটি দেখিয়েছে, হারানো ছন্দ ফিরে পেতে শুরু করেছে তারা। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা জানালেন, এই ফিরে পাওয়ার পথ তার দল পেয়েছিল ক্লাব বিশ্বকাপ জিতে সৌদি আরব থেকে ফেরার সময়।
সপ্তাহখানেক আগে ফাইনালে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় স্বাদ পায় সিটি। এরপর বুধবার রাতে লিগ ম্যাচ খেলতে নামে তারা। শুরুতে পিছিয়ে পড়লেও এভারটনকে উড়িয়ে দেয় ৩-১ গোলে।
প্রথমার্ধে পিছিয়ে পড়া সিটিকে ৫৩তম মিনিটে সমতার স্বস্তি এনে দেন ফিল ফোডেন। পরে হুলিয়ান আলভারেস ও বের্নার্দো সিলভার গোলে দারুণ জয় পায় লিগের শিরোপাধারীরা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- প্রিমিয়ার লিগ
- ফুটবলার