রাশিয়া-নেটো উত্তেজনা বাড়লে ‘প্রথম ভুগবে ফিনল্যান্ড’
রাশিয়া ও নেটো সামরিক জোটের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক।
ভিয়েনায় জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বৃহস্পতিবার একথা বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ।
সদ্য নেটো জোটের সদস্য হওয়া ফিনল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী দেশ হওয়ায় তারা এ দুর্ভোগ পোহাবে বলে মনে করেন তিনি।