ক্রিসমাসে ভাঙাচোরা কেক পেলেন শত শত গ্রাহক
ক্রিসমাসে গ্রাহকদের যে কেক সরবরাহ করা হয়েছিল তার মধ্যে অনেকের কাছেই সঠিক ভাবে তা পৌঁছায়নি। গ্রাহকদের কাছে পৌঁছেছে ভাঙাচোরা কেকের টুকরা। বড়দিনে সরবরাহ করা স্ট্রবেরি ক্রিসমাস কেক সঠিক ভাবে না পৌঁছানোয় ক্ষমা চেয়েছে জাপানের একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোর। খবর বিবিসির।
বড়দিন উপলক্ষে ২ হাজার ৯শ স্ট্রবেরি কেক সরবরাহ করা হয়। এর মধ্যে প্রায় ৮০৭টি কেক গ্রাহকের কাছে ভাঙাচোরা অবস্থায় পৌঁছায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন গ্রাহকরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্রিসমাস কেক