You have reached your daily news limit

Please log in to continue


যেসব কারণে সেরা মাইক্রোসফট এজ

একটা সময় ব্রাউজিংয়ের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার হতো। গুগল ক্রোম জনপ্রিয় হওয়ার পর এটি হারিয়ে যায়। এর জায়গা দখলে নেয় মাইক্রোসফট এজ। ২০২২ সালের আগ পর্যন্ত এটিও তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু চ্যাটজিপিটির সংস্পর্শে আসার পর ব্রাউজারটিতে অনেক পরিবর্তন এসেছে। সবদিক মিলিয়ে প্রযুক্তিবিদদের ভাষ্য গেমিং ব্রাউজার হিসেবে এজই এখন সেরা। এর পেছনে বেশকিছু কারণের কথা জানিয়েছে মেক ইউজ অব।

এফিশিয়েন্সি মোড: এফিশিয়েন্সি মোডের মাধ্যমে ব্যবহারকারীরা ল্যাপটপ থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পায়। এছাড়া এতে গেমিংয়ের বিভিন্ন অ্যাপও রয়েছে। এগুলো চালু অবস্থায় উইন্ডোজ ১০ ও ১১-তে গেম খেলার সময় ভালো পারফরম্যান্স পাওয়া যায়। গেম খেলা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এফিশিয়েন্সি মোড বন্ধ করে দেয় এজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন