ঘন কুয়াশায় আজও ঢাকা দিল্লি, বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল

ঢাকা পোষ্ট নয়া দিল্লি প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৩

ঘন কুয়াশার চাদরে আজও ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালেও দিল্লির বেশ কিছু অংশ ঘন কুয়াশার চাদর ঢেকে আছে। যার ফলে দৃশ্যমানতা কমে গেছে অনেকটা।


এতে করে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সড়ক ও রেলপথে চলাচল। আর ঘন কুয়াশার জেরে বুধবারের মতো বৃহস্পতিবারও শতাধিক ফ্লাইট চলাচল বিলম্বিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পর দিল্লি এবং এর আশপাশের অঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এবং এরই জেরে ১৩৪টি ফ্লাইট ও ২২টি ট্রেন চলাচল বিলম্বিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও