নির্বাচন ঘিরে সংঘাত, আচরণবিধি লঙ্ঘন বন্ধ হচ্ছে না

প্রথম আলো মাদারীপুর প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭

নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৭ জন শিক্ষককে নিয়ে নিজের বাসায় বৈঠক করেছেন মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান ও তাঁর ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান।


শিক্ষকেরা দায়িত্ব (প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা) পেয়েছিলেন মাদারীপুর-৩ আসনে। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তাঁর বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।


শাজাহান খান ও তাঁর ভাই পাশের আসনে আবদুস সোবহানকে জেতাতে কাজ করছেন। শিক্ষকদের সঙ্গে বৈঠকেও আবদুস সোবহানকে জেতাতে তাঁদের কাজ করতে বলা হয়।


সোমবার সকালের এই বৈঠকের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তারের নানা ঘটনা ঘটছে। কোথাও সংঘাত-সহিংসতা হচ্ছে, কোথাও হুমকি দেওয়া হচ্ছে, কোথাও সরকারি কর্মচারীরা প্রার্থীর পক্ষে প্রচারে নামছেন, কোথাও প্রতিপক্ষকে বাধা, হামলা ও আগুনের ঘটনা ঘটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও