 
                    
                    নৌকার শাজাহান খানের সঙ্গে গোপন বৈঠক, ৩৭ শিক্ষককে অব্যাহতি
                        
                            www.ajkerpatrika.com
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:২৬
                        
                    
                মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে জয়ী করতে শিক্ষকদের নিয়ে গোপন বৈঠক করেছেন পার্শ্ববর্তী আসনের (মাদারীপুর-২) বর্তমান এমপি শাজাহান খান। বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।
গত সোমবার তিনি নিজ বাসভবনে ওই আসনে দায়িত্বপ্রাপ্ত ৩৭ জন শিক্ষককের সঙ্গে বৈঠক করে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে তাঁদের সহযোগিতা করতে অনুরোধ করেন।
বৈঠকে এমপি শাজাহান খানের ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খানসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদরের একাংশ) আসনে ভোটকেন্দ্রে দায়িত্ব পাওয়া ওই ৩৭ শিক্ষককে নির্বাচনে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নির্বাচন
- জাতীয় নির্বাচন
- অব্যাহতি
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                