![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2023/12/27/ec2d4d1e844e8abf0abe62607d159a89-658bfa4faf060.jpg?jadewits_media_id=12537)
সালমান খানের জন্মদিনে মিরপুরে মাদরাসায় খাবার বিতরণ
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৪
আজ বলিউড মেগাস্টার সালমান খানের ৫৮তম জন্মদিন। ভারতের পাশাপাশি সালমানের জন্মদিন উদযাপন করছে বাংলাদেশের তার লাখো ভক্ত। এরমধ্যে, 'সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ' ব্যতিক্রমী উদ্যোগে দিনটি পালন করেছে।
সালমানের জন্মদিন উপলক্ষে ঢাকা এবং চট্টগ্রামে গরীব, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের নিয়ে কেট কাটা এবং মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে এই ফ্যানক্লাব।
গতকাল মঙ্গলবার রাতে ১২টা বাজার পর রাজধানী ঢাকার মিরপুরে শীতে কাবু ছিন্নমূলদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর বুধবার কেক কেটে ঘটা করে জন্মদিন উদযাপনের পর মিরপুরেরই একটি মাদরাসায় প্রায় শখানিক শিক্ষার্থীদের মধ্যে করা হয় খাবার বিতরণ করে ফ্যান ক্লাবটি। একইভাবে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে পথশিশুদের নিয়ে কেটে কেটে এবং খাবার বিতরণ করে দিনটি পালন করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- খাবার বিতরণ
- জন্মদিন পালন