যেসব প্রযুক্তি ২০২৪ সালে আলোচনায় থাকবে
প্রযুক্তির জগতে ২০২৩ বছরটি নানা কারণে আলোচনায় থাকবে। বিল গেটস স্বয়ং ২০২৩ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনন্য এক বছর বলে আখ্যা দিয়েছেন। আর তাই ধারণা করা হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ইতিহাসের শুরুর বছর হিসেবে আলোচনায় থাকবে ২০২৩ সাল। আগামী বছরের প্রযুক্তি দুনিয়া কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে নিজেদের ভাবনা জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ২০২৪ সালের প্রযুক্তি দুনিয়ায় কোন কোন বিষয় আলোচনায় থাকবে, তার ধারণা প্রকাশ করেছে।
এআই আরও উড়বে, কিন্তু গতি কমবে
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান মনে করেন, এআইয়ের দৌড় স্থির নয়। ২০২৪ সালে শক্তিশালী সংস্করণের চ্যাটজিপিটি আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত নভেম্বর মাসে সফটওয়্যার নির্মাতাদের একটি সম্মেলনে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ধারণা দেন যে ২০২৪ সালে নতুন চমক আসছে।
বৈদ্যুতিক যন্ত্রের চাহিদা বাড়বে
শ্মিট অটোমোটিভ রিসার্চের তথ্যমতে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের রাস্তায় ১০ লাখতম বৈদ্যুতিক গাড়ি (ইভি) নামবে। অর্থাৎ জার্মানির পরে যুক্তরাজ্যে ১০ লাখতম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে। তবে চাহিদা থাকার পরও ২০২৪ সাল বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের জন্য আরেকটি কঠিন বছর হবে বলে মনে করেন বিশ্লেষকেরা।
মানব আকৃতির রোবট
মানব আকৃতির রোবট বা হিউম্যানয়েড রোবট ২০২৪ সালে নানা কারণে সংবাদের শিরোনাম হবে। ইলন মাস্কের টেসলার প্রকৌশলীরা ‘অপ্টিমাস’ নামের একটি মানব আকৃতির রোবট তৈরি করছেন। এই রোবট শিগগিরই বিভিন্ন কারখানার কাজে যুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। এ বছরের জুলাই মাসে ইলন মাস্ক ২০২৪ সালে অপ্টিমাস টেসলা কারখানায় কাজ শুরু করবে বলে ঘোষণা দেন। ইলন মাস্ক বলেন, ‘এই রোবট আমরা প্রথমে আমাদের নিজস্ব কারখানায় আগামী বছরের (২০২৪ সালে) কোনো এক সময় ব্যবহারের চেষ্টা করব।’