দিল্লিতে ঘন কুয়াশা, বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল
রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা আজ বুধবার ঢাকা পড়ল ঘন কুয়াশায়। গতকাল মঙ্গলবার সকালেও কুয়াশা ছিল, কিন্তু আজকের মতো এত ঘন নয়। কুয়াশার সঙ্গে চলছে তীব্র শীতের ছোবল। ফলে জনজীবন বিপর্যন্ত।
কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে সব রকমের উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত ১১০টি উড়োজাহাজের সময় বদলে দিতে হয়েছে। বেলা ১১টার আগে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা কম বলে বিমানবন্দর কর্তৃপক্ষের ধারণা।
ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২৫টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। প্রায় সব ট্রেন চালাতে হচ্ছে ধীরগতিতে। এর ফলে কোন ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে, তার কোনো হিসাব রেল কর্তৃপক্ষ দিতে পারছে না।